Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পিওভাগ রেজি: প্রাথমিক বিদ্যালয়

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

পিওভাগ রেজি: প্রাথমিক বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনা:

১৯৬৯  ইং সালে এলাকার গণমান্য ব্যাক্তি বর্গ ও শিক্ষকদের প্রচেষ্টায় টিনের দৌচালা ঘর ও বাঁশের ছেঁচার বেড়া বিশিষ্ট ও কক্ষ গৃহ নির্মাণ করে বিদ্যালয় কার্য্যক্রম শুরু করা হয়।

প্রতিষ্ঠাকাল:

১৯৬৯ খ্রীঃ।  

ইতিহাস:

১৯৬৯ সালে টিনের চৌচালা ও বাঁশের ছেঁচার বেড়া ছিল। বর্তমানে ৪(চার) কক্ষ বিশিষ্ট পাকা ছাদ দালান ঘর।  

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা:

২০০ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

১ম শ্রেণী = ৫০ জন, ২য় শ্রেণী = ৪৫ জন, ৩য় শ্রেণী = ৩৮ জন, ৪র্থ শ্রেণী = ৪০ জন, ৫ম শ্রেণী = ২৭ জন।

পাশের হার:

৯২%

শিক্ষক ও কর্মচারীর তালিকা:

১। দবির উদ্দিন (প্রধান শিক্ষক), ২। মোঃ একাববর আলী (সহকারী শিক্ষক), ৩। মোছাঃ তাছলিমা (সহ: শিক্ষক), ৪। মোছাঃ আম্বিয়া (সহ: শিক্ষক)

বর্তমান পরিচালনা কমিটির তথ্য:

মোট সদস্য সংখ্যা ১২ জন। পুরুষ ১০ জন, মহিলা ২ জন।

বিগত ৫ বছরের সমাপনী/

২০০৮ সালে ১০০%, ২০০৯ সালে ১০০%, ২০১০ সালে ১০০%, ২০১১ সালে ১০০%, ২০১২ সালে ৬২%

পাবলিক পরীক্ষার ফলাফল:

 

শিক্ষা বৃত্তির তথ্য:

১৩৩ জন

অর্জন:

ঝড়ে পড়া রোধ, ১০০% পাশের হার নিশ্চিত।

ভবিষ্যৎ পরিকল্পনা:

ছাত্র-ছাত্রীদের পোশাক ১০০% নিশ্চিত এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন।

যোগাযোগ (ইমেইল এড্রেস সহ):

মোবাইলঃ ০১৭২৫-৬৭৮৯২০

ছবি (মেইন গেট):

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মোহাম্মদ আলী মৃধা

প্রধান শিক্ষক

মাড়িয়া সরঃ প্রাঃ বিদ্যালয়

বড়াইগ্রাম, নাটোর।