Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল বিল ও নদী

বড়াল নদী, এটি একটি নাম করা নদী। এর অনেক গুলো শাখা ও প্রশাখা রয়েছে এদের মধ্যে অনেক গুলো বিলুপ্তির দিকে।

গোরিলার বিল

সিংগার বিল

হারামগারীর বিল

ভাতারিয়ার বিল

চাত্রার বিল

আইরমারী বিল

পাতি বিল

চৌচিরা বিল

ধোলান বিল

০১. বিলগড়িলাঃ বিলগড়িলা একটি ঐতিহ্যবাহী বিল একসময় এ বিলে প্রচুর পরিমানে পদ্মফুল, শাপলা ফুল দেখা যেত। অনেক দূর পর্যটকরা আসত এবং এই বিলে বিভিন্ন প্রজাতির মাছ যেমন-রুই কাতলা মৃগেল,শিং পাবদা, শোল, গজার ইত্যাদি পর্যাপ্ত পরিমানে পাওয়া যেত, আবার বিভিন্ন প্রজাতির  পাখি, বেলেহাস, সালিক, বক এবং উল্লেখযোগ্য গড়িলাপাখি দেখা যেত। প্রচুর পরিমানে গড়িলা পাখি দেখার কারনে বিলটিকে বিলগড়িলা নামে পরিচিত।

২. আয়ের মাড়ির বিলঃ হাটিকুমড়ল মহাসড়কের পার্শ্ব দিয়ে শ্রীরামপুর ও ধারাবাড়িসা গ্রামের অনেক মৌজার জমি নিয়ে বিলটি বিস্তৃত উলেলখ্য খুব বড় বড় গজার মাছ ও আয়ের মাছ পাওয়া যেত বিধায় আয়ের মাড়ির বিল বলা হয়।