Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১১নং মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

১১নং মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনা:

অত্র বিদ্যালয়টি নাটোর জেলার অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের মাড়িয়া গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি সমতল ভুমিতে বন্যা প্রবণ এলাকায় অবস্থিত। ক্যাচমেন্টের সকল ছাত্র-ছাত্রী সহজেই বিদ্যালয়ে আসে যায়। ৪ জন শিক্ষক দ্বারা ২ শিফটে বিদ্যালয়টি চলে। বিদ্যালয়টি বিগ্রেড ভুক্ত। জমির পরিমাণ ১.২৭ একর । খেলার মাঠ আছে।

প্রতিষ্ঠাকাল:

১৯২১ খ্রীঃ।  

ইতিহাস:

১৯২১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে ০১/০৭/১৯৭৩ ইং সালে জাতীয়করণ হয়। বিভিন্ন সময় ধীরে ধীরে অবকাঠামোগত উন্নয়ন ঘটছে। ২০০১ ইং সালে ভবনটি পাকা হয়। বর্তমান ২০১২-১৩ অর্থ বছরে দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলছে। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ আছে।  

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা:

১৭১ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

১ম শ্রেণি: ২য় শ্রেণি বালক ১০, বালিকা ১৯, মোট ২৯ জন।  ৩য় শ্রেণি:  বালক ১৩, বালিকা ২১ জন, মোট ৩৪ জন। ৪র্থ শ্রেণি : বালক ২০, বালিকা ১৪ জন, মোট ৩৪ জন। ৫ম শ্রেণি: বালক ১৪, বালিকা ১০ জন, মোট ২৪ জন।  মোট= বালক ৭৬, বালিকা ৯৫ জন, মোট ১৭১ জন।

পাশের হার:

১০০%

শিক্ষক ও কর্মচারীর তালিকা:

প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মৃধা, এইচএসসি সিইনএড । সহকারী শিক্ষক মোছাঃ আমেনা খাতুন, এমএ সিইনএড। সহকারী শিক্ষক মোঃ শরীফুল ইসলাম, বিএ সিইনএড। সহকারী শিক্ষক মোছাঃ নার্গিস খাতুন, এইচএসসি সিইনএড । পুরুষ ২ জন, মহিলা ২ জন, মোট ৪ জন।  

বর্তমান পরিচালনা কমিটির তথ্য:

মোট সদস্য সংখ্যা ১২ জন। পুরুষ ৮ জন, মহিলা ৪ জন।

বিগত ৫ বছরের সমাপনী/

সাল

অধ্যায়নরত

ডিয়ারভুক্তি

পরীক্ষার্থী

উত্তীর্ন

২০০৮

১৪ জন

১৪ জন

১৪ জন

১৪ জন

২০০৯

২০ জন

১৬ জন

১৫ জন

১৫ জন

২০১০

২০ জন

২০ জন

২০ জন

২০ জন

২০১১

১৬ জন

১৬ জন

১৬ জন

১৬ জন

২০১২

৩০ জন

২৫ জন

২৩ জন

২৩ জন

পাবলিক পরীক্ষার ফলাফল:

১০০%

শিক্ষা বৃত্তির তথ্য:

২০১৩ শিক্ষা বর্ষে অধ্যায়নরত ছাত্র সংখ্যা ১৭১জন । উপবৃত্তির সুবিধাভোগী ১২৭ জন। একক পরিবার ১২৭ ।

অর্জন:

৭৫% উপবৃত্তি প্রদানের ফলে ঝরে পড়া কমেছে, ছাত্র উপস্থিতির হার ৯০% এর উপরে, সমাপনীতে ফলাফল শতভাগ পাশ।

ভবিষ্যৎ পরিকল্পনা:

বিদ্যালয়টিকে আগামীতে একটি দৃষ্টি নন্দন বিদ্যালয় হিসেবে দেখতে চাই। বিদ্যালয় প্রাঙ্গনে একটি শহীদমিনার ও পানির জন্য জল মটর স্থাপন করতে চাই।

যোগাযোগ (ইমেইল এড্রেস সহ):

মোবাইলঃ প্রধান শিক্ষক: ০১৭২২৮৪৬৯৪৮।

সহঃ শিক্ষকগণ যথাক্রমে: ০১৭২৮৫৬৯৫৮০; ০১৭৪৫৯৮১৭৫৫; ০১৭৪২৯৫০১৫২।