Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাগডোব উচ্চ বিদ্যালয়

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

বাগডোব উচ্চ বিদ্যালয় ,EIIN- 123940

সংক্ষিপ্ত বর্ণনা

বিশ্বরোড থেকে ০৪ কিলোমিটার জোনাইল, বড়াইগ্রাম, রোডে বাগডোব বাজার সংলগ্ন পূর্ব দিকে ২০০ মিটার দূরে অবস্থিত বাগডোব উচ্চ বিদ্যালয়টি। ডাকঘরঃ লক্ষীকোল, উপজেলাঃ বড়াইগ্রাম, জেলাঃ নাটোর, জমির পরিমানঃ ৭৬ শতাংশ, মোট  ঘরের সংখ্যাঃ ২ টি, আধা পাকাঃ ১ টি, টিন সেড-১টি, কক্ষের সংখ্যাঃ ০৭, খেলার মাঠ আছে। মাঠের চার দিকে গাছ আছে, পানি সরবরাহের ব্যবস্থা আছে, বাউন্ডারি নাই।

প্রতিষ্ঠা কাল

২০০০ ইং

ইতিহাস

এই অঞ্চলের গরিব জনগোষ্ঠির অনেকেই ছেলে/মেয়ে উভয়কে শিক্ষার জন্য কো এডুকেশন বিদ্যালয়ে ভর্তি করতে প্রায়ই অনিচ্ছুক থাকে তার প্রেক্ষিতে বিদোৎসাহী ব্যক্তি শিক্ষার প্রসারের জন্য ২০০০ ইং সালে  বিশেষভাবে জাগ্রত হন এবং ০২ নং বড়াইগ্রাম এবং ০৪নং নগর ইউনিয়নের অর্ন্তগত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শুধূ মাত্র ছেলে/মেয়ে  একই পরিবেশে পড়া লেখার সুযোগ সৃষ্টির লক্ষ্যে।

মোট ছাত্রীর সংখ্যা

২৮৫ জন

ছাত্রীর সংখ্যা (শ্রণীভিত্তিক)

৬ষ্ঠ শ্রেণীঃ ১২৬ জন , ৭ম শ্রেণীঃ ৫০ জন , ৮ম শ্রেণীঃ ৫২ জন , ৯ম শ্রেণীঃ ৩০ জন ১০ম শ্রেণীঃ ২৭ জন ।

পাশের হার

৯৯%

শিক্ষক ও কর্মচারীর তালিকা

ক্রমঃ নং

নাম ও পদবি

ইনডেক্র নং

মোঃ রেজাউল করিম, প্রধান শিঃ

১০৪৬৬৫৩

 মোঃ খাদেমুল ইসলাম, সহকারী শিক্ষক

১০৪৬৬৫৫

তৌহিদা খাতুন, সহকারী শিক্ষক

১০৪৯৪৭০

মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক (গণিত)

১০৫৭৮৩৮

মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক (কৃষি)

১০৭০৮৭৯

মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক (শরীরচর্চা)

১০৭০৮৭৮

মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক,

১০৭০৯১৬

মোঃ ইজাদুল হক সরকার, সহকারী শিক্ষক

১০৭৩৬২৬

মোঃ হযরত আলী, সহকারী শিক্ষক

১০৭৩৬৫১

১০

মোঃ আব্দুস সালাম, অফিস সহকারী

১০৪৬৬৫৭

১১

মোঃ মাহবুর আলম, পিয়ন

১০৪৬৬৫৮

 

বর্তমান পরিচালনা কমিটির তথ্য

নিয়মিত ম্যানেজিং কমিটি, সদস্য সংখ্যা-১০, মেয়াদ-১০/১০/২০১০ হতে ০৯/১০/২০১৩ইং পর্যন্ত।

বিগত ৫ বছরের সমাপনী/

 

 


 

 

 

 

পাবলিক পরিক্ষার ফলাফল

পরীক্ষার নাম

সাল

মোট পরীক্ষার্থী

পাশের সংখ্যা

পাশের হার

জে.এস.সি.

২০১২ইং

৩৪ জন

৩০ জন

৮৮.২৩%

এস.এস.সি.

২০১৩ইং

৩৮ জন

৩৫ জন

৯২.১০%

 

শিক্ষা বৃত্তির তথ্য

 

অর্জন

এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এই অঞ্চলের ছেলে ও মেয়েদের শিক্ষার ব্যাপক অর্জন হয়েছে । এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে এসে নিয়োমিত ভাবে লেখাপড়া ও খেলায় ধুলায় অংশগ্রহন করে, এতে করে ছাত্র/ছাত্রীর শিক্ষার হার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে । এবং এখান থেকে বহু ছাত্র/ছাত্রী পাশ করে তাদের পরবর্তী শিক্ষা জীবনে পেঁŠছতে পেরেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

এই বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা এবং ভবিষ্যতে স্কুল এন্ড কলেজ করার পরিকল্পনা রয়েছে।এবং সহশিক্ষা কার্য ক্রমের উপর ব্যাপক জোর দেওয়া এবং অঞলের সমস্ত ছেলে/মেয়েদের বিদ্যালয়মূখী করার চেষ্টা করা।

যোগাযোগ (ইমেল এড্রেস সহ)

গ্রামঃ বাগডোব, ডাকঘরঃ লক্ষীকোল, উপজেলাঃ বড়াইগ্রাম , জেলাঃনাটের ।mizanurrahman050881@yahoo.com

ছবি (মেইন গেট)

গেইট নাই।