১. চন্ডিপুর মৎসজিবী সমবায় সমিতি
২. মানিকপুর শ্রমিক উন্নয়ন সংগঠন
১. চন্ডিপুর মৎসজিবী সমবায় সমিতিঃ- চন্ডিপুর মৎসজীবি সমবায় সমিতির আওতায় চন্ডিপুর, রামেশ্বরপুর, শ্রীরামপুর ও শ্যামপুর প্রতাপপুর গ্রামের মোট ৩৮০টি পরিবার জরিত । উক্ত সমিতির একজন সভাপতি, একজন মহিলা সভাপতি একজন সাধারন সম্পাদক, একজন কেশিয়ার ও আহবায়ক সহ সকল সদস্য মৎস্য চাষাবাদ ও বিভিন্ন নদনদী খালবিলে মৎসের উপর জীবিকা নির্বাহ করে।
২. মানিকপুর শ্রমিক উন্নয়ন সংগঠনঃ- সাব ট্রাক ও মিনি বাস এবং সাধারন পরিবহন শ্রমিক মিলে উক্ত শ্রমিক সংগঠন গঠিত
উক্ত সংগঠনের সকল সদস্য একনীতিতে কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রত্যেকটি শ্রমিক সবাই সকলের বিপদে ও সুখে সকলেই সহযোগিতা করে। প্রত্যেকটি শ্রমিকের শ্রমিক আই ডি কার্ড আছে।
৩. শ্রীরামপুর ভূমিহীন সমিতিঃ শ্রীরামপুর ভূমিহীন সমিতিটি মোট ১১০জন সদস্য তার মধ্যে একজন সভাপতি, একজন সহ সভাপতি, একজন সাধারন সম্পাদক, একজন কেশিয়ার, একজন প্রচার সম্পাদক ও একজন আহ্ববায়ক নিয়েগঠিত। উক্ত সমিতির সদস্যগণ মিলে বিভিন্ন খাস জমি ভূমি অফিস মারফে চাষাবাদ করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস