Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শ্রীরামপুর এস উচ্চ বিদ্যালয়

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

শ্রীরামপুর  এস উচ্চ বিদ্যালয় ,EIIN- 123909

সংক্ষিপ্ত বর্ণনা

বিশবরোড থেকে ০৪ কিলোমিটার ,  দক্ষিণেদিকে ২ কি.মিটার দূরে অবস্থিত শ্রীরামপুর  এস উচ্চ বিদ্যালয়উচ্চ বিদ্যালয়টি। ডাকঘর ঃহাবিবাবাদ, উপজেলাঃ বড়াইগ্রাম, জেলাঃ নাটোর, জমির পরিমানঃ ৮ একর, মোট  ঘরের সংখ্যাঃ ৪টিটি পাকা , কক্ষের সংখ্যাঃ ১২টি, খেলার মাঠ আছে। মাঠের চার দিকে গাছ আছে, পানি সরবরাহের ব্যবস্থা আছে, বাউন্ডারি আংশিক।

প্রতিষ্ঠা কাল

১৯৫৬ ইং

ইতিহাস

এই অঞ্চলের গরিব জনগোষ্ঠির অনেকেই ছেলে/মেয়ে উভয়কে শিক্ষার জন্য কো এডুকেশন বিদ্যালয়ে ভর্তি করতে প্রায়ই অনিচ্ছুক থাকে তার প্রেক্ষিতে বিদোৎসাহী ব্যক্তি শিক্ষার প্রসারের জন্য ১৯৫৬ইং সালে  বিশেষভাবে জাগ্রত হন এবং ০২ নং বড়াইগ্রাম  অর্ন্তগত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শুধূ মাত্র ছেলে/মেয়ে  একই পরিবেশে পড়া লেখার সুযোগ সৃষ্টির লক্ষ্যে।

মোট ছাত্রীর সংখ্যা

৪৫০ জন

ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

৬ষ্ঠ শ্রেণীঃ ১৫০ জন , ৭ম শ্রেণীঃ১৪০ জন , ৮ম শ্রেণীঃ ৮৫জন , ৯ম শ্রেণীঃ ৫০ জন ১০ম শ্রেণীঃ ২৫ জন ।

পাশের হার

৯৯%

শিক্ষক ও কর্মচারীর তালিকা

ক্রমঃ নং

নাম

পদবি

মোঃ জহুরুল ইসলাম

প্রধান শিক্ষক

মোঃ আবুল হোসেন

সহকারী প্রধান শিক্ষক

মোঃ নাজিম উদ্দিন

সিঃ সহকারী শিক্ষক

মোঃ নজমুল হক

সিঃ সহকারী শিক্ষক

মোঃ শরিফুল ইসলাম

সহকারী শিক্ষক (কম্পি)

মোঃ রবিউল করিম

সহকারী শিক্ষক (কৃষি)

মোছাঃ রাশিদা পারভীন

সহকারী শিক্ষক (শ.চর্চা)

মোঃ রফিকুল ইসলাম

সহকারী শিক্ষক

মোঃ মহিনুর রহমান

সহকারী শিক্ষক

১০

মোঃ জিয়াউর রহমান

সহকারী শিক্ষক

১১

মোঃ কামাল হোসেন

অফিস সহকারী

১২

মোঃ নকিম উদ্দিন

দপ্তরী

১৩

মোছাঃ আসমা খাতুন

আয়া

১৪

মোঃ রব্বেছ আলী

নৈশ প্রহরী

 

বর্তমান পরিচালনা কমিটির তথ্য

নিয়মিত ম্যানেজিং কমিটি, সদস্য সংখ্যা-১০, মেয়াদ-১৯/০৩/২০১৩ হতে ২০/০৩/২০১৫ইং পর্যন্ত।

বিগত ৫ বছরের সমাপনী/

 

 


 

 

 

 

পাবলিক পরিক্ষার ফলাফল

পরীক্ষার নাম

সাল

মোট পরীক্ষার্থী

পাশের সংখ্যা

পাশের হার

জে.এস.সি.

২০১২ইং

২৭ জন

২৩ জন

৮৮.২৩%

এস.এস.সি.

২০১৩ইং

১৭ জন

১৫ জন

৮৯.৩৪%

 

শিক্ষা বৃত্তির তথ্য

 

অর্জন

এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এই অঞ্চলের ছেলে ও মেয়েদের শিক্ষার ব্যাপক অর্জন হয়েছে । এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে এসে নিয়োমিত ভাবে লেখাপড়া ও খেলায় ধুলায় অংশগ্রহন করে, এতে করে ছাত্র/ছাত্রীর শিক্ষার হার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে । এবং এখান থেকে বহু ছাত্র/ছাত্রী পাশ করে তাদের পরবর্তী শিক্ষা জীবনে পেঁŠছতে পেরেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

এই বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা এবং ভবিষ্যতে স্কুল এন্ড কলেজ করার পরিকল্পনা রয়েছে।এবং সহশিক্ষা কার্য ক্রমের উপর ব্যাপক জোর দেওয়া এবং অঞলের সমস্ত ছেলে/মেয়েদের বিদ্যালয়মূখী করার চেষ্টা করা।

যোগাযোগ (ইমেল এড্রেস সহ)

শ্রীরামপুর  এস উচ্চ বিদ্যালয়গ্রামঃশ্রীরামপুর, ডাকঘর ঃহাবিবাবাদ, উপজেলাঃ বড়াইগ্রাম , জেলাঃ  নাটের ।mizanurrahman050881@yahoo.com

ছবি (মেইন গেট)

গেইট আছে।